ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটি হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তার এই হুঁশিয়ারি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভিযোগের পরই এসেছে, যেখানে তারা দাবি করেছে যে ইসরাইল গাজার যুদ্ধবিরতি স্থগিত করে বন্দি মুক্তির প্রক্রিয়া ঝুঁকিতে ফেলছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হওয়ার কথা, তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইসরাইল গাজার বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের আওতায় ৬০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করেছে এবং নেতানিয়াহু রোববার বলেন, তারা যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত। তিনি আরও জানান, ইসরাইল হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনী নির্মূল করেছে, তবে পুরোপুরি তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে প্রস্তুত। মূল লক্ষ্য হচ্ছে হামাসকে পরাজিত করা এবং ২০২৩ সালের হামলায় অপহৃত সব বন্দিকে ফিরিয়ে আনা।
এদিকে, ইসরাইল পশ্চিম তীরেও সামরিক অভিযান সম্প্রসারণ করেছে এবং ২০ বছর পর প্রথমবারের মতো জেনিন শহরে একটি ট্যাংক ইউনিট মোতায়েন করতে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, এই সামরিক অভিযানের কারণে ৪০,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে এমন পদক্ষেপ নেওয়া অত্যন্ত সংবেদনশীল, এবং নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপের মুখে আছেন—যেহেতু যুদ্ধ আবার শুরু না হলে তার কট্টরপন্থি জোট সরকার ভেঙে পড়তে পারে।							
														
							   								
            		     
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					